পঞ্চগড়ে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু তোলার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজিবি যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, ফসলি জমির সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসক সাবেত আলী বলেন, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ তোলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, কিছুদিন ধরে স্থানীয় প্রভাবশালী কিছু লোক অবৈধভাবে নিষিদ্ধ ড্রেজার দিয়ে পাথর তুলে আসছেন। বুধবার নদীর বাঁধ, খাস ও ফসলি জমি কেটে পাথর ও বালু তোলার দায়ে দুজনকে কারাদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।