সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় নিষিদ্ধ ১১১ কেজি পলিথিনসহ শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিকুল ইসলাম এবং মোহাম্মদ নাহিদ এই অভিযান পরিচালনা করেন। জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।