লংগদু উপজেলায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার বাইট্টাপাড়ায় আদালত পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে পরিস্থিতি দেখে পাহাড় ও টিলা কাটার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে টিলা কাটার দায়ে দণ্ড দেওয়া হয়েছে।