গাজীপুর ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- গাজীপুর : গাজীপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে মহানগরীর পশ্চিম ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ধীরাশ্রম এলাকার ঝালমুড়ি বিক্রেতা জাকির হোসেনের মেয়ে রাবেয়া খাতুন (৯) এবং রাজমিস্ত্রি মিলন মিয়ার মেয়ে মোহনা বেগম (৯)। এলাকাবাসী জানান, দুপুরে তিন শিশু গোসল করতে বাড়ির পাশে পুকুরে যায়। এর মধ্যে রাবেয়া ও মোহনা পানিতে নামলেও অপর শিশু পাড়ে বসে ছিল। পানিতে নেমেই দুজন তলিয়ে যায়। বেশ কিছু সময় তাদের উঠতে না দেখে পাড়ে থাকা শিশুটি চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এগিয়ে গিয়ে পুকুরে তল্লাশি করে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশু দুটিকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা রানী। তিনি জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খেলতে গিয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকায় মেঘনার শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো-ওই এলাকার সালাউদ্দিনের ছেলে ইয়ামিন (৫) ও ভাতিজি নুসাইবা (৫)। স্থানীয়রা জানান, বাড়ির উঠানে শিশু দুটি খেলছিল। হঠাৎ বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজ করা হয়। পরে বাড়ির পাশের নদীতে ইয়ামিনের লাশ ভেসে ওঠার পর উদ্ধার করা হয়। এর আধা ঘণ্টা পর ওই স্থানে নুসাইবার লাশও ভেসে ওঠে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর খবর শুনেছি।
শিরোনাম
- বিমানবন্দর সড়কে তীব্র যানজট
- ‘দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’
- বিএনপি ক্ষমতায় আসলে হাওরবাসীর উন্নয়ন হবে : আনিসুল হক
- মাদক ও দুর্নীতি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে: অতিরিক্ত আইজি
- ‘ট্যারিফের সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে’
- আগুন নিয়ন্ত্রণে রোবটের ব্যবহার
- অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণসহ ২ কোটি টাকার মালামাল লুট
- সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
- আগুনের ঘটনাস্থল পরিদর্শনে বিমান উপদেষ্টা
- নির্বাচনে যত চ্যালেঞ্জই আসুক, হাসিমুখে সামাল দেব : সিইসি
- অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা
- জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু
- আগুন পর্যবেক্ষণে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ডিজি
- নবীনগরে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- সরানো হলো উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো
- চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন
- বান্দরবানে অনুষ্ঠিত হলো হিল হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
- সাবেক ভূমিমন্ত্রী-অর্থপ্রতিমন্ত্রীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা
- সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির পায়ের কঙ্কাল উদ্ধার
- মালয়েশিয়ায় প্রবাসী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়
গাজীপুর ও সোনারগাঁয়ে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর