গাজীপুর ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- গাজীপুর : গাজীপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে মহানগরীর পশ্চিম ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ধীরাশ্রম এলাকার ঝালমুড়ি বিক্রেতা জাকির হোসেনের মেয়ে রাবেয়া খাতুন (৯) এবং রাজমিস্ত্রি মিলন মিয়ার মেয়ে মোহনা বেগম (৯)। এলাকাবাসী জানান, দুপুরে তিন শিশু গোসল করতে বাড়ির পাশে পুকুরে যায়। এর মধ্যে রাবেয়া ও মোহনা পানিতে নামলেও অপর শিশু পাড়ে বসে ছিল। পানিতে নেমেই দুজন তলিয়ে যায়। বেশ কিছু সময় তাদের উঠতে না দেখে পাড়ে থাকা শিশুটি চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এগিয়ে গিয়ে পুকুরে তল্লাশি করে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশু দুটিকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা রানী। তিনি জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খেলতে গিয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকায় মেঘনার শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো-ওই এলাকার সালাউদ্দিনের ছেলে ইয়ামিন (৫) ও ভাতিজি নুসাইবা (৫)। স্থানীয়রা জানান, বাড়ির উঠানে শিশু দুটি খেলছিল। হঠাৎ বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজ করা হয়। পরে বাড়ির পাশের নদীতে ইয়ামিনের লাশ ভেসে ওঠার পর উদ্ধার করা হয়। এর আধা ঘণ্টা পর ওই স্থানে নুসাইবার লাশও ভেসে ওঠে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর খবর শুনেছি।
শিরোনাম
- বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
- নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক : বলেছেন প্রধান উপদেষ্টা
- ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নিউক্যাসলে ভল্টামাডা
- টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ একজন আটক
- জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি
- বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা
- ফাহমিদার কণ্ঠে বৃষ্টির গান ‘মেঘলা আকাশ’
- দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’
- ঝলমলে ক্যারিয়ারে নতুন কীর্তি পোলার্ডের
- ভূমিসেবায় জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য : ভূমি সচিব
- ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের জয়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় কমিটি গঠন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
গাজীপুর ও সোনারগাঁয়ে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর