দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে আনোয়ারুল হক সভাপতি ও রফিকুল ইসলাম হিলালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভোট গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয় জানান জেলা বিএনপির নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম এ আউয়াল সেলিম। তিনি বলেন, সম্মেলনে ১০টি উপজেলা ও পাঁচটি পৌর কমিটির ১ হাজার ৫১৫ জনকে কাউন্সিলর করা হয়।