খুলনা নগরীর রূপসা শিপইয়ার্ড এলাকায় পলিথিনে মুখ মোড়ানো ও হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা একজন ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।
শুক্রবার সকালে রূপসা শিপইয়ার্ড মেইন গেটের কাছে লাশটি উদ্ধার হয়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে জিন্সের প্যান্ট ও গায়ে নীল রঙের গেঞ্জি রয়েছে। হাত-পা বেঁধে ও পরে পলিথিনের মধ্যে নাক-মুখ আটকে শ্বাসরোধে তাকে হত্যা করা হতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে লাশ উদ্ধার করে।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বলেন, মৃতদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন