চলতি বছরের শুরুতে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাসের তুলনায় বেশি হয়েছে।
শুক্রবার প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকহারে শুল্ক আরোপ করার আগেই জার্মান পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
জার্মানির জাতীয় পরিসংখ্যান সংস্থা ডেস্টাটিস জানিয়েছে, ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আগের তিন মাসের তুলনায় ০.৪ শতাংশ হারে বেড়েছে। এর আগে তারা পূর্বাভাস দিয়েছিল প্রবৃদ্ধি হবে মাত্র ০.২ শতাংশ।
এই তথ্য থেকে বোঝা যায়, শুল্ক কার্যকর হওয়ার আগেই রপ্তানি বাড়িয়ে অর্থনীতিতে বাড়তি গতি এনেছে জার্মানি।
সূত্র : এএফপি
বিডি-প্রতিদিন/বাজিত