সাভারে ব্যাংক কলোনী এলাকায় প্রকাশ্যে মাথায় গুলি করে রং মিস্ত্রি শাহীনকে হত্যার ঘটনায় প্রধান আসামি শুটার মেহেদী হাসানকে (৬৪) বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৪। শুক্রবার ভোর রাতে গাজীপুর জেলার গাছা থানাধীন তারগাছ এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ এর সিপিসি-২, সাভার ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে র্যাব-৪ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ব্যাটেলিয়নটির অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম। তিনি জানান, মো. শাহিন (৩০) পেশায় একজন পেইন্টিং (রং) মিস্ত্রী। গত ১৯ মে রাতে পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা জেলার সাভার থানার তালবাগ এলাকায় ভিকটিম শাহীনের সঙ্গে মেহেদী হাসানের কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে মো. মেহেদী হাসান তার রিভলবার দিয়ে শাহিনের মাথায় গুলি করে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরও জানান, হত্যার এ ঘটনার পর আসামি মো. মেহেদী হাসান পলাতক থাকে।
পরবর্তীতে র্যাব-৪ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে হত্যার আসামিকে আইনের আওতায় আনতে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গতরাতে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড গুলিসহ মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত মেহেদী হাসান পেশায় একজন জমির দালাল। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, এই ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তাকে ধরতে বিভিন্ন এলাকার অভিযান চালানো হয়েছিল। আজ তাকে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয় ।
বিডি প্রতিদিন/এএ