টাঙ্গাইলে শাহীন এডুকেশন ফ্যামিলি (এসইএফ) ফাউন্ডেশনের উদ্যোগে ২০১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের রেজিস্ট্রি পাড়াস্থ শাহীন স্কুল প্রাঙ্গণে এ বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাসুদুল আমীন শাহীন। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী ও মনোযোগী করে তোলার লক্ষ্যে এই বৃত্তি প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ