টাঙ্গাইলের কালিহাতীতে ১৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১২ জুলাই) দিনব্যাপী টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন।
দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করেন। পাশাপাশি চক্ষু রোগীদের মাঝে ১৫০টি চশমা বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ