কক্সবাজারের টেকনাফের শীলখালি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করেছে উখিয়া ৬৪-বিজিবি ব্যাটালিয়ন। এসময় সিএনজি চালককে আটক করা হয়।
আটক সেই চালক হলেন টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লেঙ্গুরবিল হাতিয়ারঘোনার মৃত আব্দুর রহমানের ছেলে মো. ইসলাম (২৮)।উখিয়া ৬৪-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির তথ্য মতে- টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজির চালকের মাথার কাছে রাখা অডিও স্পিকারের ভেতরে অভিনব কৌশলে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবা লুকানো ছিল। আটক মো. ইসলাম ইয়াবাগুলো কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
লে. কর্নেল জসীম উদ্দিন বলেন, আমাদের সৈনিকেরা সীমান্তে দিন-রাত তৎপর থেকে মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে। প্রতিকূল আবহাওয়াতেও অভিযান চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এসব অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা এবং সিএনজি নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        