গাজীপুরে উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ ও সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। মঙ্গলবার বিকালে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চান্দনা চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নগরীর শিমুলতলী, লালমাটি, দেশীপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ডিপ্লোমা প্রকৌশলী ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা সমাবেশে যোগ দেন। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখেন। পরে রাত সাড়ে সাতটায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিতকরণ।
- সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীর অনুপাত ১:৫ নির্ধারণ।
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩% পদোন্নতি নিশ্চিত করা।
- ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে নিম্নস্তরের পদে নিয়োগ বন্ধ করা।
- ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটানো কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১২ করে শিক্ষক সংকট দূর করা।
- কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন।
তারা আরও বলেন, “বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং পাঁচ লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী কমিশনার দ্বীন-ই-আলম বলেন, “ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবিতে বিক্ষোভ করেছে। রাত সাড়ে সাতটার দিকে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।”
বিডি প্রতিদিন/আশিক