চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। আগামী দিনগুলোতেও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সঠিক রাজনীতির ধারক ও বাহক হয়ে দেশকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শপথ নিয়েছি, সকল বাধা-বিপত্তি বা ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখব।
মঙ্গলবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।
নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক যুবদল সভাপতি মোশারফ হোসেন দিপ্তী প্রমুখ।
এরশাদ উল্লাহ বলেন, বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। দল ও দলের নেতৃত্বকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এসব অপপ্রচার ও ষড়যন্ত্র বিএনপিকে দুর্বল করতে পারবে না। বিএনপির শেকড় দেশের সাধারণ মানুষের হৃদয়ে প্রোথিত।
তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সব বাধা অতিক্রম করে শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগী সংগ্রাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করব।
বিডি প্রতিদিন/নাজিম