বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে। এর একটি আগামী সেপ্টেম্বর এবং অন্যটি নভেম্বরে বিএসসির বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন দুটি জাহাজ যুক্ত হলে প্রতিষ্ঠানের পরিবহন সক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ডিডব্লিউটি (Deadweight Tonnage) বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্রবাণিজ্যে বড় ধরনের সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রামস্থ বিএসসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (বাণিজ্য) মুহাম্মাদ আনোয়ার পাশা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) মোহাম্মদ ইউসুফ, সচিব আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) সাজিয়া পারভীন প্রমুখ।
কমোডর মাহমুদুল মালেক জানান, নিজস্ব অর্থায়নে জাহাজ দুটি ক্রয়ের প্রস্তাব ইতোমধ্যে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সর্বশেষ সভায় অনুমোদিত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এ দুটি জাহাজ কেনা হচ্ছে।
তিনি আরও জানান, সরকারি অর্থায়নে শিগগিরই আরও দুটি বাল্ক ক্যারিয়ার এবং একটি এমআর ট্যাংকার কেনার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে বিএসসির বহরে পাঁচটি জাহাজ রয়েছে—তিনটি তেলবাহী ট্যাংকার এবং দুটি সাধারণ পণ্যবাহী বাল্ক ক্যারিয়ার। নতুন দুটি জাহাজ যুক্ত হলে মোট জাহাজের সংখ্যা দাঁড়াবে সাতটিতে।
বিডি প্রতিদিন/আশিক