চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএসই- ৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৩ পয়েন্টে।
এসময় লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮ টির, দর কমেছে ১০৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৯ কোটি ২৫ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৮০ পয়েন্টে। এসময় লেনদেন হওয়া ১০৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, দর কমেছে ২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৩২ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ