রিয়াল মাদ্রিদের পরিচিত মুখ লুকাস ভাসকেস অবশেষে পাড়ি জমালেন নতুন গন্তব্যে। দীর্ঘ এক যুগের সম্পর্ক ছিন্ন করে এই স্প্যানিশ উইঙ্গার যোগ দিয়েছেন জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনে।
ফ্রি এজেন্ট হিসেবে লেভারকুজেনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৩৪ বছর বয়সী ভাসকেস। ক্লাবের হয়ে তিনি পরবেন ২১ নম্বর জার্সি।
সমর্থকদের কাছে আদর করে ‘গোটকেস’ নামে পরিচিত ভাসকেসের পুরো পেশাদার ক্যারিয়ারটাই মূলত রিয়াল মাদ্রিদ কেন্দ্রিক। শুধুমাত্র ২০১৪-১৫ মৌসুমে ধারে খেলেছিলেন এস্পানিওলের হয়ে। এরপর রিয়াল মাদ্রিদের মূল দলে ফিরেই নিজেকে করে তোলেন গুরুত্বপূর্ণ সদস্য।
এক দশকের রিয়াল-অধ্যায়ে ভাসকেস জিতেছেন ২৩টি ট্রফি। এর মধ্যে আছে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৪টি উয়েফা সুপার কাপ এবং ৩টি ক্লাব বিশ্বকাপ। এছাড়া খেলেছেন ৪০০টিরও বেশি ম্যাচ। শুধুমাত্র মাঠের পারফরম্যান্সেই নয়, ড্রেসিংরুমেও ছিলেন নেতৃত্বের প্রতীক।
প্রথমদিকে ছিলেন মূলত উইঙ্গার। কিন্তু দলের প্রয়োজনে হয়ে ওঠেন রাইট ব্যাকও। যদিও নতুন পজিশনে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে, তবুও নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে গেছেন। বদলি খেলোয়াড় হিসেবে তার অনেক গুরুত্বপূর্ণ ক্যামিও উপস্থিতি রিয়ালকে এনে দিয়েছে বহু গুরুত্বপূর্ণ জয়।
গত মৌসুমে তেমন ভালো কাটেনি ভাসকেসের। নিজের বয়স ও পারফরম্যান্সের বাস্তবতা বুঝেই মে মাসে রিয়ালের হয়ে ৪০০তম ম্যাচ খেলার পর বিদায়ের প্রস্তুতি নেন। অবশেষে জুলাইয়ের ১৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন ক্লাব ছাড়ার।
বুন্ডেসলিগার শক্তিশালী ক্লাব বায়ার লেভারকুজেন নতুন কোচ এরিক টেন হাগের অধীনে মৌসুম শুরু করেছে। যদিও লিগে প্রথম ম্যাচেই হার, তবু ক্লাবের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। ভাসকেসের মতো অভিজ্ঞ একজন খেলোয়াড়কে দলে পেয়ে দারুণ আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
লেভারকুজেনের ব্যবস্থাপনা পরিচালক জিমন হল্ফস বলেন, 'লুকাস ভাসকেস একজন অভিজ্ঞ এবং পরিপক্ব ফুটবলার, যিনি গত এক দশকে রিয়ালের হয়ে সবকিছু জিতেছেন। তার টেকনিক, কৌশল ও খেলার বোঝাপড়ার দক্ষতা আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।'
বিডি প্রতিদিন/মুসা