রাশিয়ার সীমান্তবর্তী ন্যাটো মিত্র নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের এইচএইচ-৬০ ডাব্লিউ যুদ্ধ উদ্ধার হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১১ জুলাই) পরাসি গণমাধ্যম এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে যে ‘প্রস্তাবিত বিক্রয় নরওয়ের বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে। বিমান বাহিনীর যুদ্ধ ও বিশেষ অভিযানের ক্ষমতা বৃদ্ধি করবে। নরওয়ে অন্যান্য ন্যাটো সদস্য ও তার মিত্রদের প্রতিরক্ষার জন্য এই বিমানগুলো ব্যবহার করবে। নরওয়ের সরঞ্জাম ও পরিষেবাগুলো তার সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করতে কোনও অসুবিধা হবে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সম্ভাব্য এই বিক্রয় অনুমোদন করেছে এবং ডিএসসিএ শুক্রবার মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় নোটিফিকেশন প্রদান করেছে। তবে, এই লেনদেন চূড়ান্ত করতে এখনও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন রয়েছে।
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/বাজিত