যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর টিয়েরাসান্টা অঞ্চলের একটি আবাসিক এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর চারটার দিকে সেখানকার মারফি ক্যানিয়ন নামক স্থানে বিমানটি ভেঙে পড়ে। এতে অন্তত ১৫টি গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদেন থেকে জানা গেছে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সান দিয়েগো পুলিশ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
সান দিয়েগো পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা স্কাল্পিন স্ট্রিট এবং সান্টো রোড এলাকায় বিমান দুর্ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছি। উদ্ধার কর্মীদের নিরাপদে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য দয়া করে এলাকাটি এড়িয়ে চলুন।”
ঘটনার ফুটেজে একাধিক পুড়ে যাওয়া যানবাহন এবং কমপক্ষে একটি ক্ষতিগ্রস্ত বাড়ি দেখা গেছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩.৪৫ মিনিটে মন্টগোমেরি-গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে একটি সেসনা ৫৫০ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কয়জন আরোহী ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এফএএ এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে। সূত্র: দ্য গার্ডিয়ান, মেট্রো ইউকে
বিডি প্রতিদিন/একেএ