টিরু খানের কথা লিখতে
লাগবে কাগজ রিম,
মাথার মধ্যে কি চলে তার
আছে কেমন থিম।
একই সঙ্গে গোটা পঞ্চাশ
খাবেন সেদ্ধ ডিম,
ডজন ডজন কলা খাবেন
তারপর করেন জিম।
তিন’শ কলা খেতে পারার
দেখেন রোজই ড্রিম,
যে শুনে তার দেহের রক্ত
নিমেষে হয় হিম।
কারো কারো মাথা নাকি
করে যে ঝিম ঝিম,
খাবার সাপ্লাই দেয়ার জন্য
আছে বিশাল টিম।