ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বলাই চন্দ্র শীল (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া গ্ৰামের মৃত তারাপদ শীলের ছেলে।
বৃহস্পতিবার (২২ মে) রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
পুকুরিয়া রেলওয়ে স্টেশনের বুকিং ইনচার্জ মো. রাকিবুল ইসলাম জানান, ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে রাজবাড়ীগামী 'রাজবাড়ী এক্সপ্রেস-৪' এর নিচে কাটা পড়ে বলাই শীল নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ভাঙ্গা রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার জানান, ভাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি পুকুরিয়া রেল স্টেশন অতিক্রম করার সময় রেল স্টেশনে এক বৃদ্ধ কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষ করে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন