ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর স্প্রিং-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আজ শনিবার (১২ জুলাই) ঢাকার গ্রীন রোডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এক জামকালো নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, নৈতিক মূল্যবোধ এবং সহায়তামূলক সেবাসমূহের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। দিনব্যাপী এ আয়োজনে ছিল নানা কর্মসূচি এবং দুটি পৃথক সেশনে আলোচনা পর্ব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)-এর চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক এবং সিনিয়র ভাইস চেয়ারপারসন মিসেস তাশমীম শায়েরা মঈন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে স্থপতি মাহবুবা হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো সেই স্থান, যেখানে তোমরা নিজেকে আবিষ্কার করবে এবং ভবিষ্যৎ গঠনের পথ খুঁজে পাবে।’
সিনিয়র ভাইস চেয়ারপারসন তাশমীম শায়েরা মঈন বলেন, ‘শৃঙ্খলা ও সহানুভূতির চর্চা শিক্ষার্থীর চারিত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ চর্চাই একজন দায়িত্বশীল ও মানবিক নাগরিক গড়ে তোলে।’
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ইউএপি মানসম্মত ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষার অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, যিনি আজীবন শিক্ষার গুরুত্বের ওপর আলোকপাত করেন। কর্পোরেট ব্যক্তিত্ব কামরান বকর শিক্ষার্থীদের সততা, স্বপ্ন এবং লক্ষ্য অর্জনে নিষ্ঠাবান থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, অধ্যাপক ড. আবু সাইয়ীদ মোস্তাক আহমেদ, অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল, অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলী, অধ্যাপক ড. অলোক কুমার সাহা এবং ড. এ. এস. এম. মহসিন।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে ইউএপি’র চারজন সফল প্রাক্তন শিক্ষার্থী তাদের কর্মজীবনের অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প নবীনদের সঙ্গে শেয়ার করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে তারা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা, একাডেমিক কাঠামো এবং শিক্ষাগত সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারেন।
অনুষ্ঠানে বিওটি সদস্য ড. এম. আলাউদ্দিন, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ