রাজবাড়ীর পদ্মা নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোদার বাজার পর্যটন এলাকায় নদীভাঙন রোধ ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ৩০টি গাছ রোপণ করা হয়।
শনিবার (১২ জুলাই) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
বৃক্ষরোপণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ উল হাসান, শঙ্কর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, মুখপাত্র মো. হাসিবুল ইসলাম শিমুলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নদীতীরবর্তী অঞ্চলে ৩০টি গাছ রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য স্থানেও বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘গোদার বাজার পর্যটন এলাকায় সৌন্দর্যবর্ধন এবং নদীভাঙন প্রতিরোধে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। কৃষ্ণচূড়া, কদম, জারুল, রাধাচূড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ