উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
শনিবার উত্তর কোরিয়া সফরকালে দেশটির সর্বোচ্চ নেতার সাক্ষাৎ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লাভরভ কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মন্ত্রণালয়ের পোস্ট করা একটি ভিডিওতে দু’জনকে করমর্দন ও আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
রুশ ও উত্তর কোরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আগেই সফরের ঘোষণা দিয়ে জানায়, লাভরভ রবিবার পর্যন্ত উত্তর কোরিয়ায় থাকবেন।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক সম্পর্কের অংশ হিসেবে এটি শীর্ষ রুশ কর্মকর্তাদের একাধিক সফরের সর্বশেষ।
পিয়ংইয়ং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ে কুরর্স্ক অঞ্চলে হাজার হাজার সেনা পাঠিয়েছে এবং রুশ সেনাবাহিনীকে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।
এর আগে শনিবার লাভরভ দেশটির পূর্ব উপকূলে অবস্থিত একটি শহর ওয়োনসানে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সঙ্গে বৈঠক করেন, যেখানে চলতি মাসেই একটি বিশাল রিসোর্ট উদ্বোধন করা হয়েছে।
রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে লাভরভ জানান, উত্তর কোরীয় কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের ‘সব লক্ষ্যকে পূর্ণ সমর্থন’ জানিয়েছেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, লাভরভ উত্তর কোরীয় সেনাদের ‘বীরত্বপূর্ণ’ ভূমিকার প্রশংসাও করেন।
উত্তর কোরিয়া চলতি বছরের এপ্রিলেই প্রথমবারের মতো নিশ্চিত করে যে তারা রাশিয়ায় সেনা মোতায়েন করেছে।
এরপর থেকে কিম জং উনকে একাধিকবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদের জাতীয় পতাকায় মোড়ানো কফিনের সামনে শ্রদ্ধা জানাতে দেখা গেছে।
রাশিয়ার নিরাপত্তা প্রধান সের্গেই শোইগুও এ বছর একাধিকবার পিয়ংইয়ং সফর করেছেন।
আগে থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার এই দুই দেশ গত বছর একটি সামরিক চুক্তিতে সই করে, যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা ধারাও অন্তর্ভুক্ত ছিল। সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিরল সফরে উত্তর কোরিয়া গিয়েছিলেন।
সূত্র : এএফপি ও আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত