বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
শনিবার (১২ জুলাই) দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান।
লতিফ মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিনিয়র সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব মো. মশিউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সিপিএ মো. রফিকুল ইসলাম জগলু, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সমন্বয়ক এম. এ. সালাম ও যুগ্ম আহ্বায়ক ডা. শেখ ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, গাইনী, চক্ষু, নিউরোলজি সহ ২০টি বিভাগের দেশসেরা ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক তিন হাজার রোগীকে সেবা দেন। চিকিৎসা শেষে দরিদ্র রোগীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ