রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়।
এর আগে, শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্যের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ছেলেদের আবাসিক হল, শহীদ মিনার সংলগ্ন সড়ক ঘুরে পুনরায় বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে জাবি গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামি ছাত্রশিবির ও ক্যাম্পাসের অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।
এসময়, সংগঠনটির মুখপাত্র নাদিয়া রহমান অন্বেষা বলেন, যুবদলের কর্মীরা এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। নতুন বাংলাদেশে কোনো নৃশংসতা, চাঁদাবাজি আমরা মেনে নেবো না।
ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সাফায়েত মীর বলেন, আমরা জুলুম, খুন, ধর্ষণ, টাকা পাচার, চাঁদাবাজির বিরুদ্ধে জুলাই আন্দোলন করেছি। যারা আওয়ামী লীগের মতো পুরাতন বন্দোবস্ত চালু করতে চায়, আওয়ামী লীগের মতো যারা আবার চাঁদাবাজি, খুন, ধর্ষণ করছে, তাদেরও একই পরিণতি হবে। আপনাদের এই অন্যায়, খুন, চাঁদাবাজি আমরা মেনে নেবো না।
এদিকে বিচারবহির্ভূত সকল হত্যার বিচার চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, মিটফোর্ডে নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। কিন্তু শুধু পুরান ঢাকায় নয়, চাঁদপুরে একজন ইমাম ও খুলনায় একজন যুবদল নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্যান্য রাজনৈতিক দলগুলো বিচারের কোনো দাবি জানাচ্ছে না। আমরা বলতে চাই, জাতীয়তাবাদী দল বিএনপি ও ছাত্রদল সবসময় বিচারবহির্ভূত হত্যার বিপক্ষে। আমরা সাম্য, পারভেজ, সোহাগ হত্যাসহ সকল হত্যার বিচার চাই।
বিডি প্রতিদিন/এমআই