রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ও খুলনায় খুনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। শনিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, আজ বাংলার আকাশে-বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। চাঁদপুরে মসজিদের ভেতর ইমামকে কুপিয়ে আহত করা হয়েছে। খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা এবং ঢাকায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সরদার রাশেদ আলী, সরদার জহুরুল ইসলাম, মেহেদী হাসান, বুলবুল রহমান মিঠু, এমএ তাহের রহমান, মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক সাকিলুর রহমান সোহাগ, শফিকুল ইসলাম শফিক, মাহমুদুল মিঠু, সদস্য ফারুক হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
বিডি প্রতিদিন/এমআই