মাগুরার দাম্পত্য কলহের জেরে স্বামী মিজানুর মোল্যার রডের আঘাতে সোনালী বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রতিবেশী জুয়েল হাসান জানান, শনিবার ভোরে মিজানুর মোল্যাকে তার নিজ বাড়ির সিঁড়িতে বসে থাকতে দেখেন। মিজানুর ঘরে ঢুকতে চাইলেও স্ত্রী সোনালী বেগম দরজা খুলছিলেন না। জুয়েল হাসান কাজে চলে যাওয়ার সময় বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে ফিরে এসে দেখেন মিজানুরের মেয়ে মদিনা খাতুন চিৎকার করে বলছে,আব্বা মাকে মেরে ফেলেছে। খবর পেয়ে শালিখা থানার খবর পেয়ে শালিখা থানা পুলিশ সোনালী বেগমের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
নিহত সানালী বেগমের মেয়ে মদিনা খাতুন পুলিশের কাছে জানান, তার বাবা মিজানুর মোল্যা ঢাকায় রডের মিস্ত্রির কাজ করেন। শনিবার সকালে বাড়ি এসে মায়ের মাথায় রড দিয়ে আঘাত করেন, যার ফলে তার মা মারা যান।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরেই স্বামী মিজানুর মোল্যা শিশু সন্তান মদিনা খাতুনের সামনে সোনালী বেগমকে রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন। ঘটনার পর থেকে স্বামী মিজানুর মোল্যার পলাতক রয়েছে। অভিযুক্ত স্বামী মিজানুর মোল্যার গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। লাশের ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম