জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় ঢাকার উত্তরা, মিরপুর ও মোহাম্মদপুরে গেট, উত্তরায় মুক্তমঞ্চ নির্মাণ ও মেট্রোরেলের স্টেশনগুলোতে ছবি ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
শনিবার বিকালে কাওরানবাজার মেট্রো স্টেশনের নীচের সড়কে জুলাই গ্রাফিতি পরিদর্শনে এসে এমন তথ্য দেন তিনি।
মোহাম্মদ এজাজ বলেন, কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলের পিলারগুলোতে বিগত ১৭ বছর আওয়ামী লীগের নানা দুঃশাসনের বিভিন্ন ঘটনার প্রতিকি উপস্থাপন রাখা হচ্ছে, যেন সাধারণ মানুষ এগুলো ভুলে না যায়।
তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে জুলাই স্মৃতি গেট ও বিজয় সরনীর বঙ্গবন্ধুর ভাস্কর্যের স্থানে গণমিনার তৈরি করা হবে। সারা বছরজুড়েই রাজধানীর শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন গ্যালারীতে জুলাই স্মৃতি প্রদর্শনীর আয়োজন করা হবে।
একইসাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশের যেখানে জুলাই আন্দোলন হয়েছে সেখানে মেমোরি মন্যুমেন্ট তৈরি করা হবে বলেও জানান মোহাম্মদ এজাজ।
বিডি প্রতিদিন/আরাফাত