সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর নদী থেকে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় দিরাই উপজেলা শরিফপুর গ্রামের পার্শ্ববর্তী সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মাওলানা মুশতাক জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। সেখানে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।
মঙ্গলবার রাতে সুনামগঞ্জ-দিরাই সড়কের মদনপুর মোড় থেকে নিখোঁজ হন মাওলানা মুশতাক। পরে বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা হয় এবং শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। সবশেষ তার সন্ধান দাবি করে মানববন্ধন করে জমিয়ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে শরিফপুর গ্রামের কৃষকরা ক্ষেতে কাজ করতে গেলে নদী দিয়ে একটি লাশ ভেসে যেতে দেখেন। পরে লাশটি বাঁশ দিয়ে আটকিয়ে পুলিশকে খবর দেন তারা। পুলিশ এসে লাশ উদ্ধারের পর শনাক্ত করে এটি নিখোঁজ মাওলানা মুশতাক আহমদের লাশ।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল খবর পেয়ে ঘটনাস্থলে যান।
তিনি জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
তিনি বলেন, প্রায় তিন দিন পানিতে থাকার কারণে শরীর ফুলে যাওয়ায় আঘাতের চিহ্ন রয়েছে কিনা বুঝা যাচ্ছে না। এরকম কিছু থাকলে ময়নাতদন্তে বেরিয়ে আসবে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/নাজিম