নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দার পাহাড়ি জনপদে বিনামূল্যে চিকিৎসা পেয়ে ৩৭৫ জন নারী ও পুরুষ চোখের আলো ফিরে পেয়েছেন। গেল এক বছরে মোট ১০টি ধাপে ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়।
প্রথমে উপজেলার বিভিন্ন এলাকায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প করে রোগীদের বাছাই করা হয়। পরে ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় সফলভাবে ১৭৭ জন নারী ও ১৯৮ জন পুরুষের ছানি অপারেশন সম্পন্ন হয়।
প্রতিটি ধাপে রোগীদের যাতায়াত, খাবার, এক মাসের ওষুধ এবং অপারেশনের পর নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন বিএনপি কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পাশাপাশি তিনি নিয়মিত চিঠির মাধ্যমে রোগীদের খোঁজখবর নেন। সুশীল সমাজের প্রতিনিধিরা তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
গত বছরের ৩০ নভেম্বর কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ২,৫০০ রোগী চিকিৎসা সেবা নেন। ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের ৮ জন চক্ষু বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম এতে অংশ নেয়।
এছাড়া, ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কলমাকান্দার নাজিরপুর ঈদগাঁ মাঠে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। সেখানে সহযোগিতা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। দিনব্যাপী এই ক্যাম্পে কলমাকান্দা ও দুর্গাপুর থেকে আসা অন্তত ৫,০০০ রোগী চিকিৎসা ও ওষুধ পান।
ঢাকা পিজি হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্র থেকে আসা ৪৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
সবশেষে ব্যারিস্টার কায়সার কামাল ব্যক্তিগতভাবে প্রতিটি রোগীর জন্য শুভেচ্ছাপত্র পাঠান, যা সেচ্ছাসেবক দলের কর্মীরা ঘরে ঘরে পৌঁছে দেন। এতে রোগীদের সুস্থতা কামনা করা হয় এবং নিয়মিত চশমা ব্যবহারসহ ভবিষ্যতে কোনো সমস্যা হলে সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয়।
এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং সুবিধাভোগীদের কাছে তিনি হয়ে উঠেছেন একজন জনপ্রিয় মানবিক নেতা।
বিডি প্রতিদিন/আশিক