ঝিনাইদহের কোটচাঁদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানটি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি আমবাগানে পরিচালিত হয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন রাতুল ত্রিপুরা এবং কোটচাঁদপুর মডেল থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি। উদ্ধার হওয়া রিভলবারে স্পষ্টভাবে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে।
স্থানীয়রা জানান, রঘুনাথপুরে অতীতে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ধরনের ভারী অস্ত্র উদ্ধারে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, কোনো চক্র অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য অস্ত্রটি বাগানে লুকিয়ে রেখেছিল। তবে কারা এটি রেখেছিল তা এখনও জানা যায়নি।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আশিক