শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে ছিটকে প্রায় এক হাজার ফুট (৩০০ মিটার) গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রাজধানী কলম্বো থেকে প্রায় ২৮০ কিলোমিটার (১৭৪ মাইল) পূর্বে ওয়েলাওয়ায়া শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় এক হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলেন। এসময় আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পাহাড় থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।
স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, খাদে পড়ে থাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাসটি সরাতে সেনারা উদ্ধার কাজ চালাচ্ছে। শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং সরু পাহাড়ি সড়ককে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখা হয়। শ্রীলঙ্কার পার্বত্য এলাকার আঁকাবাঁকা সড়কগুলো বিশ্বের অন্যতম বিপজ্জনক সড়কপথ হিসেবে পরিচিত।
বিডি প্রতিদিন/এএম