ফ্রান্সের সিরামিক জাদুঘর থেকে ৯৫ লাখ ইউরোর চীনামাটির বাসন চুরি হয়েছে। বুধবার রাত থেকে গতকাল ভোরের মধ্যে এ ঘটনা ঘটেছে। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছেন, জাদুঘরটির অন্তত ৯৫ লাখ ইউরোর মালামাল খোয়া গেছে। পুলিশ জানিয়েছে, লিমোজেসের প্রাণকেন্দ্রে অবস্থিত আদ্রিয়েন ডুবুচে ন্যাশনাল মিউজিয়ামে দুটি চীনামাটির ফুলদানি চুরি হয়েছে। এএফপি