কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার ডিবি (গোয়েন্দা পুলিশ)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাভেলকে গ্রেফতার করা হয়। জুলাই আন্দোলন সম্পর্কিত একাধিক মামলায় সাবেক এই এমপির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্র জানা গেছে, ‘জুলাই আন্দোলনে’ নেতৃত্ব দিয়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জলঢাকা থানাসহ ঢাকায় পাভেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন।
এদিকে, ডিবি’র আরেকটি দল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও অর্থায়নে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন/বাজিত