কুমিল্লার তিতাস উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকালে হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের তিতাস উপজেলার জিয়ারকান্দি গুলবাগ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০)। তিনি বরিশালের কাজিরহাট থানার রতনপুর গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ক্রাইম সিন ইউনিট (সিআইডি)-এর সহায়তায় নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ বলেন, ‘ধারণা করছি, শুক্রবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে। মরদেহে কেবল গলার অংশে আঘাত রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরিচয় শনাক্ত হয়েছে, তাই আমরা দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটনে সক্ষম হবো বলে আশা করছি।’
বিডি প্রতিদিন/জামশেদ