খোকা যখন পড়তে বসে
বইখাতা সব খুলে,
মাকে বলে চুপটি থাকো
মুখে আঙুল তুলে।
তোমার খোকা নয়তো ছোট
মাকে বলে খোকা,
যখন-তখন আমায় মাগো
বলবে না আর বোকা।
আমি যদি বাবা হতাম
তুমি হতে মেয়ে,
দু’চোখ ভরে তোমার পানে
থাকতাম আমি চেয়ে।
আদর কাকে বলে মাগো
বুঝতে তখন তুমি,
ঘুম পাড়াতাম যত্ন করে
তোমার কপোল চুমি।