পুসি বিড়াল হঠাৎ করেই
উঠলো গিয়ে গাছে,
খোকা ভাবছে হয়তো কোন
কারণ বুঝি আছে।
কারণটা কী দেখতে খোকা
গাছের নিচে গেলো,
বিড়ালটাকে কাঠবিড়ালি
পেয়ারা ছিঁড়ে দিলো।
পেয়ারা পেয়েই ছোট্ট বিড়াল
কী যে মহাখুশি,
ফিসফিসিয়ে কাঠবিড়ালি
ডাকছে তাকে পুসি।
লেজ নাড়িয়ে দুজন মিলে
করছে দারুণ ভাব,
খোকার মনেও এমন ছবি
আঁকে মায়ার ছাপ।