হলিউডের ক্রাইম থ্রিলার ‘রেজারভোয়ার ডগস’ এবং ‘কিল বিল’ সিনেমার অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই। বিবিসি লিখেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাড়িতে ম্যাডসেন মারা গেছেন, তার বয়স হয়েছিল ৬৭।
ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার ম্যানেজার সুসান ফেরিস ও রন স্মিথ এবং জনসংযোগ কর্মকর্তা লিজ রড্রিগেজ এক যৌথ বিবৃতিতে বলেন, “মাইকেল ম্যাডসেন ছিলেন হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা। তার শূন্যতা অনুভব করবে বহু মানুষ।”
পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর সিনেমা করে ম্যাডসেন পরিচিতি পেয়েছিলেন। নব্বই দশকের সাড়া তোলা ক্রাইম থ্রিলার ‘রেজারভোয়ার ডগস’ এর চোর চরিত্রে ‘মিস্টার ব্লন্ড’ এবং ‘কিল বিল’ সিনেমার ‘বাড’ চরিত্রের জন্য সিনেমা প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন ম্যাডসেন। এই দুইটি সিনেমা পরিচালনা করেছেন নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো।
এছাড়া টারান্টিনোর ‘দ্য হেটফুল এইট’ ও ‘ওয়ান্স আপন আ টাইম...ইন হলিউড’সহ অন্যান্য সিনেমাতেও কাজ করেছেন তিনি। তিনি চোরের পাশাপাশি শেরিফ বা গোয়েন্দা কর্মকর্তার চরিত্রেও অভিনয় করেছেন। এ ধরনের বিপরীতধর্মী চরিত্রে অভিনয় দক্ষতা ম্যাডসেনকে আরো দর্শকনন্দিত করে তোলে। এছাড়া ২০০২ সালে মুক্তি পাওয়া ‘জেমস বন্ডের’ সিনেমা ‘ডাই অ্যানাদার ডে’তেও অভিনয় করেন ম্যাডসেন।
ম্যাডসেনের অভিনয় ক্যারিয়ার চার দশকের; দীর্ঘ সময়ে তিন শতাধিক চরিত্রে অভিনয় করেছেন ম্যাডসেন। সিনেমার পাশাপাশি কাজ করেছেন টেলিভিশনের সিরিয়ালেও। কণ্ঠ দিয়েছেন ‘গ্র্যান্ড থেফট অটো ৩’সহ কয়েকটি ভিডিও গেইমেও।
১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর শিকাগোতে জন্মগ্রহণ করেন ম্যাডসেন। তার বাবা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নৌবাহিনীর একজন সেনা সদস্য, পরে তিনি ফায়ার কর্মীর কাজও করেন এবং মা ছিলেন চলচ্চিত্র নির্মাতা। ম্যাডসেনের বোন ভার্জিনিয়া ম্যাডসেনও একজন অভিনেত্রী।
ভার্জিনিয়া ভ্যারাইটিকে বলেন, “আমার ভাই পৃথিবীর মঞ্চ ছেড়ে চলে গেছেন। তার চরিত্র ছিল বজ্র ও মখমখলের মত কঠিন ও নরম।” ব্যক্তিজীবনে তিনবার বিয়ে করেন ম্যাডসেন। তিন সংসারে তার চারজন সন্তান আছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ