মেঘের ডানায় চড়ে এলো ফের বর্ষা
কালো মেঘে ঢাকা আকাশ হয় না তো ফর্সা!
অবিরাম সারাক্ষণ ঝরে যায় বৃষ্টি
চারিদিকে জলাবদ্ধতার হয় সৃষ্টি।
জনজীবন জুড়ে আসে দুর্ভোগ কষ্ট
বন্যার জলে ভেসে হয় সবই নষ্ট।
কদম আর কেয়া ফুটে ছড়ায় সুঘ্রাণ
বর্ষায় ধরণুীটা পায় তবু প্রাণ!