গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ হত্যা মামলার পাঁচ পলাতক আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বিকালে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন সুন্দরগঞ্জ উপজেলার সাত্তার আলী (৩৫) ও আক্তারুল মিয়া (৩২), আক্তারুলের স্ত্রী মনি বেগম (৩০), মতলব আলী (৬৫) ও তার স্ত্রী লতিফুল বেগম (৫৬)।