ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙনরোধে স্থায়ী সমাধানসহ মানুষের দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন এরেন্ডাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, এলাকাবাসীর পক্ষে সামিউল ইসলাম, মোহাম্মদ আলী, এম এ রিপন রবি, জুয়েল রানা, আবদুল করিম, দুলাল মিয়া, আবদুল খালেক প্রমুখ। পরে মানববন্ধনকারীরো ভাঙনরোধে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।