বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন পদ্ধতিতে ভোটাররা দলকে ভোট দেবে। পরবর্তীতে দল তাদের প্রার্থী বেছে সেই আসনে দেবে। এতে এলাকায় এলাকায় আর কেউ নেতা হতে পারবেন না। স্থানীয় পর্যায়ে আর কেউ রাজনৈতিক ক্যারিয়ার গড়বে না। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। গতকাল সকালে রংপুর বিএনপির কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ড্যাব স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, মহানগরের ড্যাব আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, রংপুর মেডিকেল কলেজের আহ্বায়ক ডা. মাহমুদল হক সরকার, জেলা ড্যাবের আহ্বায়ক ডা. খালেকুজ্জামান, লালমনিরহাট ড্যাবের সভাপতি ডা. আবদুর রাজ্জাক রুবেল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ডা. মো. হাসান আলী প্রমুখ। রুহুল কবীর রিজভী আরও বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে আমাদের সজাগ থাকতে হবে।