ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী হাসিন রায়হান সৌমিককে হারিয়ে তার মা-বাবা পাগলপ্রায়। বোনটিও যেন বোবা হয়ে গেছেন। এদিকে, রহস্যময় নিখোঁজের পর লাশ উদ্ধার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। হত্যা না আত্মহত্যা তা নিয়ে ক্রমেই দানা বেঁধেছে। পরিবারের সদস্যরা বলছেন, সৌমিককে সুকৌশলে হত্যা করা হয়েছে। এদিকে পুলিশ ও একাধিক সূত্র বলছে, সৌমিক নিখোঁজ হওয়ার আগে কেন ঢাকায় গেলেন। আবার কী কারণে ঢাকা থেকে ফিরলেন। এ ছাড়া যেখানে তার লাশ পাওয়া গেছে সেখানে নিজ ইচ্ছায় পানিতে নামছেন এমন ভিডিও পাওয়ায় রহস্য দানা বেঁধেছে। জানা যায়, বগুড়া শহরের জলেশ্বরীতলা থেকে তিন দিন ধরে নিখোঁজ থাকার পর হাসিন রায়হান সৌমিকের (২৮) লাশ ২৯ জুন উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, শহরের জলেশ্বরীতলায় ফ্ল্যাটের এসির পানি নিয়ে হাতাহাতির সূত্র ধরেই এ হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় এক ধনাঢ্য ব্যবসায়ী ও তার পরিবারকে নিয়ে এ হত্যাকাণ্ডের নানা ডালপালা বের হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, যত দ্রুত সম্ভব সৌমিক হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। তিনি আত্মহত্যা করেছেন না অন্য কোনো ঘটনা রয়েছে তা তদন্তের পরই সামনে আসবে। এ ছাড়া অন্য কোনো ঘটনা আছে কি না। গত ৬ জুন এসির পানি পড়া নিয়ে ওপর তলার এক বাসিন্দার সঙ্গে তর্কতর্কি হয়েছিল সৌমিকের।