বরিশালের উজিরপুরে জনতার হাতে গাঁজা ও ইয়াবাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জীবন চক্রবর্তি (৫০) নামে ব্যক্তিকে আটক করা হয়। সে উপজেলার মুলপাইন গ্রামের বাসিন্দা অনন্ত লাল চক্রবর্তির ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ১০টার দিকে মুলপাইন বাজার থেকে এলাকাবাসী গাঁজা ও ইয়াবাসহ জীবন চক্রবর্তিকে আটক করে। পরে তার কাছ থেকে ৭/৮ পিস ইয়াবা ও ২০/২৫ গ্রাম গাঁজা পায়। তখন তাকে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ছেড়ে দিয়েছে।
তাকে উদ্ধার করা উজিরপুর মডেল থানার এসআই আসাদ বলেন, জীবন চক্রবর্তিকে গণধোলাই দেয়া হয়েছে। রাস্তার উপর মাদক পাওয়া গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য জীবনকে ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালামের মোবাইল ফোনে কল করলে এসআই জোর্তিময় পরিচয় দেয়া ব্যক্তি বলেন, স্যার ছুটিতে আছেন। তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন দেন। এরপর একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।
এ বিষয়ে পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন বলেন, আমি জানি না। প্রমাণসহ সকল তথ্য আমাকে দিন। তারপর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ