ছোটনের ছবি আঁকা,
কচি হাতে আঁকাবাঁকা।
জলরঙ কাছে রাখা,
আঙুলেতে মায়া মাখা।
ঢেলে খুবই মন প্রাণ
ধরে তুলি দিলো টান,
আঁকে মুখ, হাত, কান।
হাতে ধরা রুটি নান।
পাকা কলা, গোল বান
এক, দুই, তিন খান!
ছোটনের ছবি আঁকা,
কচি হাতে আঁকাবাঁকা।
জলরঙ কাছে রাখা,
আঙুলেতে মায়া মাখা।
ঢেলে খুবই মন প্রাণ
ধরে তুলি দিলো টান,
আঁকে মুখ, হাত, কান।
হাতে ধরা রুটি নান।
পাকা কলা, গোল বান
এক, দুই, তিন খান!