গাছের শাখে খায় পাখি দোল
নাচে পেখম মেলে
উঠোন জুড়ে খেলনা অনেক
মা ও শিশু খেলে।
খেলার সাথী মা যদি হয়
আর কি কিছু লাগে?
মা যে হলো শক্তি সাহস
মা যে সবার আগে।
যা খেতে চাও ঠিক ঠিক তা
সাধ্যে থাকলে পাবে
কোলে তুলে খাইয়ে দেবে
যতো তুমি খাবে।
হাই তুললে ঘুম পারাবে
ঘুমপাড়ানি গানে
মায়ের এতো ভালোবাসার
খুঁজো না’কো মানে।