ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: জলিল মিয়া (৩৪), শাহ আলম (২৬), মনির মিয়া (২১), বিধান সরকার (২১), লাল বাদশা ওরফে জামাল (৩২), মো. গাজীউর রহমান (৩৫), আবুল কাশেম (২৬) ও ফয়েজ মিয়া (২২)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি ছোরা, একটি দা, একটি খুর ও একটি লোহার পাইপ। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মহাসড়কের ডাকাতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
বিডি প্রতিদিন/আশিক