বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবকের ছোড়া এসিডে দুই নারী ও এক শিশু দগ্ধ হয়েছে। তাদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন গদখালী গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), তার মেয়ে রিপা খাতুন (২৬) ও জামাত হোসেনের ছেলে ইয়ানূর (৮)।
রিপা খাতুনের চাচা আব্দুর রহমান জানান, চার বছর আগে স্বামীর সাথে রিপার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকেন। তাদের পাশের গ্রাম মঠবাড়ির ফজলুর রহমানের বাড়ির কাজের লোক জসিম বেশ কিছুদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু রিপা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম বৃহস্পতিবার রাত ৯টার দিকে জানালা দিয়ে এসিডজাতীয় তরল পদার্থ রিপার দিকে ছুড়ে দেয়। ওই তরল পদার্থে রিপা ও রাহেলা বেগম সামান্য দগ্ধ হলেও ৮ বছরের ইয়ানূর মারাত্মকভাবে দগ্ধ হয়।
এরপর পরিবারের সদস্যরা তাদের তিনজনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে রাতেই তাদের সেখানে স্থানান্তর করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ বলেন, শিশু ইয়ানূরের পাসহ শরীরের বিভিন্ন জায়গা মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ইয়ানূরের মা ও বোনের শরীর আংশিক দগ্ধ হয়েছে। তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, এসিড নিক্ষেপে তিনজন দগ্ধ হওয়ার কথা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ