নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় সাত দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় বগুড়া জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনিছুর রহমান। এসময় জেলার বিভিন্ন মাছচাষি, জেলে, মৎস্যখাদ্য উৎপাদনকারী, গবেষক, উন্নয়নকর্মী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বগুড়ার দুইজন সফল মাছচাষিকে জেলা পর্যায়ে মৎস্য পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। এর মধ্যে পাঙাশ মাছের এককচাষে আদমদিঘী উপজেলার আব্দুল মুহিত তালুকদার এবং কার্প-পাবদা মাছের মিশ্রচাষে সাফল্যের স্বীকৃতি হিসেবে শেরপুর উপজেলার আব্দুল খালেক পুরস্কার অর্জন করেন।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        