গাজীপুরের শ্রীপুরে শিক্ষার মানোন্নয়নে নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য
রাখেন শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান এস. এম. মাহফুল হাসান হান্নান, হাজী ছোট কালিম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এনামুল হক মনি, আইনউদ্দিন মাস্টার, সোনারবাংলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ, শিক্ষক প্রতিনিধি নূরে আলম, মহিলা অভিভাবক মাজেদা আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত